নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)নাচোল উপজেলা শাখার উদ্যোগে “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাচোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় শিক্ষক নেতারা শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন ।
এসময় বক্তব্য দেন, নেজাম পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি জহির উদ্দিন, সোনাযই চন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বাশিস’র সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।