এম মাহমুদ সন্দ্বীপ
১৮ মার্চ সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন ৩৫ তম বিসিএস ক্যাডার রিগ্যান চাকমা।
সদ্য যোগদান কৃত ইউএনও রিগ্যান চাকমার সাথে ২১ মার্চ বেলা ১২ টায় এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  উপস্থিত  সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন ও সংগঠনের নেতৃবৃন্দর কথা শুনেন এবং ইউএনও বলেন,সন্দ্বীপ যতদিন থাকি ততদিন সন্দ্বীপ বাসির উন্নয়নে কাজ করে যাব। আপনাদের সহযোগিতাও আমার প্রয়োজন ।
এই সময়  বাংলাদেশ  প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার  নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াছ সুমন, সহ সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক  ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য মাহমুদুল হাসান ও ফখরুদ্দিন রাজী।  ইউএনও এই সময় সাংবাদিক নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং নৌ যাতায়াত ও দুর্ভোগ নিরসন লাগব  অবৈধ মাটিকাটা সহ নানান সমস্যা ও সন্দ্বীপের বিভিন্ন সম্ভবনাময়ের বিষয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুনঃ