আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন ফোরকানিয়া মাদ্রাসা এবং হযরত খলিফা শাহ্ (রাঃ) হেফজখানা ও হযরত শাহজালাল (রাঃ) এতিমখানার বার্ষিক সভা আগামী ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বাদে জুমা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এস এম আলমগীর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা গাজী মোঃ মোজাম্মেল হক আল-কাদেরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাহেব অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন ফারুকী। এতে আরো উপস্থিত থাকবেন মাওলানা আবুল কাশেম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ মনছুর আলী প্রমুখ।

এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান (আসাদ)।

শেয়ার করুনঃ