৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১৬/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৯:১৬ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

     

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারের নির্ধারিত চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদ উত্তীর্ণ স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা নলছিটি উপজেলার টি এন্ড টি এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং ৪৫ ধারায় দুইটি ফার্মেসিকে ১৭হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নলছিটি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভোরের কাগজকে বলেন, বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply