২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫২/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

চিটাগাং ক্লাবে আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

     

 

চিটাগাং ক্লাব আয়োজিত আব্দুর রহমান মিয়া মেমোরিয়্যাল বেডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চিটাগাং ক্লাব ব্যাডমিন্টন কোর্টে ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিসিএল চেয়ারম্যান ডাঃ ওমর ফারুক ইউসুফ। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রােখেন সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। স্বাগত বক্তব্য  রাখেন ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডাঃ ফাহিম হাসান রেজা,শুভে”ছা বক্তব্য রাখেন ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার। সাবেক মেম্বার ইনিচার্জ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে সাবেক  সিসিএল চেয়ারম্যান  প্রফেসার ডাঃ   সাইফুদ্দিন মোঃ তারেক,সিসিএল কমিটি মেম্বার অ্যাডভেকেট সাবরিনা চৌধুরী, প্রয়াত অব্দুর রহমান মিয়া তনয় আমিনুল ইসলাম মিয়া, রফিকুল ইসলাম মিয়া (বাবুল) ও শামসুল ইসলাম মিয়া সহ সাবেক ভাইস চেয়ারম্যানবৃন্দ কমিটি মেম্বার সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্হিত ছিলেন । এর অগে ফাইনাল খেলায়  লেডিস সিঙ্গেলস এ চ্যাম্পিয়ান জাবেরিয়া ফজল রানার আপ নাসরিন আক্তার, লেডিস ডাবলস এ দ্বৈত চ্যাম্পিয়ান বেলিনা নাজরিন (বেলি), ফারজানা হাকিম  ও দ্বৈত রানার্স আপ ফাহমিদা জাফরিন ও জাবেরিয়া ফজল এবং  ম্যনস্ ডাবলস এ চ্যাম্পিয়ান মোরশেদুল আলম ও আব্দুল নুর খান এবং  দ্বৈত রানার্সআপ মফিজ আহমেদ জাহেদ ও ফখরুল আনাম চৌধুরী এবং ম্যানস সিঙ্গেলস এ চ্যাম্পিয়ান শামসুল ইসলাম মিয়া ও রানার্সআপ  হন রাকিব আক্তার নিজাম।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply