৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৭/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু

     

হাছান মাহমুদ বলেন, আজ থেকে চট্টগ্রাম কেন্দ্র ২৪ ঘণ্টা সম্প্রচার হবে। কেব্‌ল নেটওয়ার্ক ছাড়াই এটি দেশের ৭৫ ভাগ এলাকায় দেখা যায়। মোবাইল অ্যাপেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সব অনুষ্ঠান দেখা যায়।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সব টিভিকে আহ্বান জানাব যেন দেশ ও সমাজ গঠনে কাজ করতে পারে। মানুষের মনন গঠনে টিভি অনুষ্ঠান খুব প্রভাব ফেলে। অনুষ্ঠানমালা এমন হওয়া প্রয়োজন, যেন বার্তা থাকে। দেশ গঠন, সমাজ গঠন, দেশাত্মবোধ ও মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখে। বেসরকারি টেলিভিশন প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে।’

চট্টগ্রামের সমৃদ্ধ অতীত ছিল সাংস্কৃতিক জগতে। দেশের বিভিন্ন জায়গায় গেলে বলা হয়, আপনাদের ওখানে হেফাজতের সৃষ্টি হয়েছে। বলেছি, না। চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে গৌরবের সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈচিত্র্যের ঐতিহ্য তুলে ধরতে চাই।’

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply