২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৯/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

আখতারুজ্জামান চৌধুরী বাবু কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার প্রথম দাবি করেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ

     

২০২১সালের স্বাধীনতা পুরস্কারের জন্য “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা” বিষয়ে মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র নাম ঘোষিত হওয়ায় এই পুরস্কারে জন্য তাঁর মৃত্যুর পর থেকে দাবি করে আসা সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ- চট্টগ্রাম নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী সাধারণ সম্পাদক ডাঃ শওকত ইমরান বলেন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র আবদান অনস্বীকার্য। তাই তাঁর আবদানের স্বীকৃতি স্বরুপ তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হউক এই দাবিতে সভা, সেমিনার, গণমাধ্যমে তারঁ জীবন কর্ম তোলে ধরার কাজটি এগিয়ে নিয়েছিলাম আমরা, তারই ফলস্রুতিতে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটি আমলে নিয়ে গুরুত্ব বিবেচনা করে এই ঘোষণা দেওয়ায় জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply