২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৫/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর মৌসুমী পাখি কবিতাগুচ্ছ ২

     

মাকে মা ডাকার জন্য

এবার ঘরে ফেরার পালা

এক শীতের মৌসুম কাটায়ে গেলাম

ব- দ্বীপ বাংলাদেশে।

গলা ছেড়ে গান গেয়ে

পাতা ঝরা ডালে

কেটেছে দিনগুলো

এখন  নতুন পাতার কোমল রূপ

ছেনে রংধনু হোয়।

এমোন সময়  একুশে ফেব্রুয়ারি বায়ান্নতে

তাজা তাজা নক্ষত্ররা ঝরে পড়ে

লাল লাল রক্তে বর্ণমালার অক্ষর হয়ে।

এখানেই পেয়েছি গলা ছেড়ে গাওয়ার ভাষা

এমন দেশে এমনি সুর  ভেসে আসে।

এই সুরে গান গেয়ে

ডানা মেলে উড়ে যায় মায়ের কোলে

মাকে মা বলে ডাকার জন্য।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply