২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দগ্ধ একজনের মৃত্যু

     

নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম পেয়ারী বেগম (৬০)। তিনি নোয়াখালী থেকে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধদের মধ্যে আরো সাতজনের অবস্থা গুরুতর।

এর আগে রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে আগুনে একই পরিবারের ৭ জনসহ ৯ জন দগ্ধ হন। তাদের সবাইকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, ‌অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাকি আটজনের মধ্য একজন বাদে সাতজনের অবস্থা গুরুতর। এই সাতজনের সবার শ্বাসনালী পুড়ে গেছে। দুইজনকে ইমিডিয়েট আইসিইউ সাপোর্ট দেয়া প্রয়োজন। কিন্তু হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাদের বিষয়ে বিকল্প চিন্তা করা হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply