৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫০/ রবিবার
মে ৫, ২০২৪ ৪:৫০ পূর্বাহ্ণ

আনেয়ারায় কিষোয়ান স্পোটিং ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ত্রাণ বিতরণ

     

আনোয়ারা প্রতিনিধি ( পূর্ব)

মরণঘাতী নভেল করোনাভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশ ও করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমনতো অবস্থায় আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম মহানগর, পটিয়া, কর্ণফুলী, বাঁশখালী, হাটহাজারী, রাঙ্গুনিয়া , রাউজান , লোহাগাড়া ,চন্দনাইশ, ফটিকছড়ি, পেকুয়া , চকরিয়া , মহেশখালী , রামু , কক্সবাজার সদর, বান্দরবান , রাঙ্গামাটি,ও খাগড়াছড়ি উপজেলার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছেন কিষোয়ান স্পোটিং ক্লাবের ক্রীড়া সংস্থা। সোমবার (৮জুন) বিকাল ৩টায় আনোয়ারা উপজেলায় কিষোয়ান স্পোটিং ক্লাবের পক্ষ থেকে বর্তমান ও সাবেক খোলায়াড় দের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধ উপলক্ষে উপলক্ষ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কিষোয়ান স্পোটিং ক্লাবের সভাপতি মুহাম্মদ ওয়াহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জনাব মোঃ জয়নুল আবেদীন।মাষ্টার আমিন,আমজাদ হোসেনসহ- আরো অনেকে। আমজাদ হোসেন বলেন- করোনার প্রভাবে সারাদেশের মত আনোয়ারায় ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়ারদের এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই কিষোয়ান স্পোটিং ক্লাবের ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনোয়ারায় এই খাদ্য সহায়তা কিছুটা হলেও খেলোয়াড়দের পরিবার এর জন্য উপকৃত হবে বলে জানান। এছাড়া আমরা বিভিন্ন জেলার সকল উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply