২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৬/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

এনআইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

     

 

ন্যাশনাল ইনিস্টিউট অব টেকনোলজি (এনআইটি) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসান হাবীবের সভাপতিত্বে ২৯ জানুয়ারি বিকাল ৪টায় ফরেস্ট্রি মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপালী ব্যাংকের সাবেক পরিচালক রাজনীতিবিদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, এসডিজি ইয়ুথ ফোরাম এর সভাপতি নোমান উল্লাহ বাহার, ভাইস প্রিন্সিপাল রিপন দেব। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ও শিক্ষার মানোয়ন্নে যুগান্তকারী কাজ বাস্তবায়ন করে চলেছে। শিক্ষাকে আরো বেশি মননশীল ও বাস্তবমুখী করতে আমাদের সকলকে সরকারের পাশাপাশি ভুমিকা পালন করতে হবে। শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে দেশের বিজ্ঞান শিক্ষায় সামগ্রিক উন্নতিতে অবদান রাখার আহবান জানান। প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে পড়ালেখা ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার অনুরোধ জানান। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply