২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৮/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাটিরাঙ্গাকে হারিয়ে পেরাছড়া চ্যাম্পিয়ন

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

খাগড়াছড়িতে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে সমাপনি খেলায় মাটিরাঙ্গা উপজেলার গোমতি বিকে উচ্চ বিদ্যালয়কে দুই এক গোলে হারিয়ে জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয় চ্যাপিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয় মহালছড়ি। হ্যান্ডবল (বালক) চ্যাম্পিয়ন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,
রানারআপ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালক) চ্যাম্পিয়ন খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুল, রানারআপ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রানারআপ খাগড়াছড়ি এপিবিএন উচ্চ বিদ্যালয়।
সমাপনি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান অতিথি বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। পার্বত্যাঞ্চলের দির্ঘদিনের সমস্যা সমাধান এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় খাগড়াছড়ির ঐতিহাসিক এই স্টেডিয়ামেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে। কারো করুণা বা সহযোগীতা ছাড়াই জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার দুরর্শীতায় তা সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালে সরকারের যে ভিশন তা বাস্তবায়নে মাদক ও সন্ত্রাস থেকে নিযেদের দুরে রেখে উন্নয়নে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি তিনি আহবান জানান।
এসময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply