৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৪/ বুধবার
মে ৮, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

     

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফনদী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবরে অভিযানে যায় বিজিবির একটি দল। টের পেয়ে চোরাকারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ওই দুইজনের মৃতদেহ ও ইয়াবা-অস্ত্র উদ্ধার করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply