৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৯/ শুক্রবার
মে ৩, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি ’র উদ্যোগে চান্দগাঁও এলাকায় গাছের চারা বিতরণ

     

 

আজ ৩১ জুলাই বুধবার নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা পুরাতন চান্দগাঁও এলাকায় বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপউস’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের হেলথ ও স্যানিটারী ইন্সপেক্টর লায়ন আবু তাহের, মোঃ ইব্রাহিম মুন্না, রাশেদ মাহমুদ পিয়াস, বাপউস’র স্থায়ী সদস্য সুরেশ দাশ, ডাঃ মিলন বারিক দার, সাংবাদিক অনুতোষ দত্ত বাবু, লিটন, তমাল, ফারুক, আবদুল কাদের, পঙ্কজ, সুপন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে, তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্বের বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। যার ফলশ্র“তিতে বিশ্বপরিবেশ হুমকির মুখে পড়ছে। আমরা প্রতিনিয়ত না বুঝে উজাড় করছি ও নির্বিচারে কেটে ফেলছি আমাদের উপকারী এই বৃক্ষকে। আর বৃক্ষ নিধন নয়। আসুন, সচেতন হই। গাছ লাগাই ও গাছের পরিচর্যা করি, কেননা মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। সুতরাং এই পরিবেশকে ছায়া, সুশীতল ও নির্মল রাখার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয় অনস্বীকার্য।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply