৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৬/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

     

বন্দর নগরীতে মার্শা বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মো. আজাদ (৩০) বাকলিয়ার কালামিয়া বাজারের আব্দুর ছোবহান রোড এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি পাঠাও এর মোটর সাইকেল চালক।

নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চালক মো. আজাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যাত্রী ইমরানকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply