২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

নিকেতন পরিবারের উদ্যোগে দু:স্থদের মাঝে সেলাই মেশিন ও অর্থ বিতরণ

     

মানুষের জন্য মানুষ এই শ্লোগানকে ধারণ করে দু:স্থ পরিবার ও অনাথ আশ্রমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ‘নিকেতন পরিবার’। সেবামূলক ও মানবকল্যাণমূখী এই সংগঠন নিকেতন পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার (৩ মে) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম নগরীর তুলসী ধামে এক অনাড়ম্বব অনুষ্ঠানের মাধ্যমে সীমা দত্ত নামের একটি দু:স্থ পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান করা হয় অনাথ আশ্রমের শিক্ষাথীদের জন্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ। সভাপতি তার বক্তব্যে হিন্দু সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনমানুষের কল্যাণের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিকেতন পরিবার। যেহেতু সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও সামান্য তহবিল নিয়ে সব সময় প্রয়োজনুসারে সাহায্য করা সম্ভব হয় না। এই জন্য সভাপতি তার বক্তব্যে সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান দরিদ্র ও অনগ্রসর জনসমাজের কল্যাণে সকলকে এগিয়ে আসার জন্য। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডাক্তার রবিন ভট্টচার্য্য, কিশোর দেওয়ানজী, সনজয় চৌধুরী, অধ্যক্ষ প্রদীপ চৌধুরী, এডভোকেট স্বপন বিশ্বাস, প্রদীপ দত্ত, রেশন উন্নয়ন বোর্ড রাঙামাটির পরিচালক কাঞ্চন বরন দাশ, সমাজসেবক সুমন শর্ম্মা, মাষ্টার শ্যামল কান্তি দে, পার্থ দে, সুভাশীষ চৌধুরী, মিনাক্ষী দাশ চৌধুরী, কবি প্রতীমা দাশ, শুক্লা দাশ,বনশ্রী, জয় ভট্টাচার্য্য, এসকে দাশ, সুপর্ন রায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply