১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ

চাট্গাঁইয়্যা নওজোয়ানের ৩য় বর্ষপূর্তি উৎসব

     

চাট্গাঁইয়্যা নওজোয়ান এর ৩য় বর্ষপূর্তি উৎসব আজ ৩ মে ২০১৯ শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অভিষেক, বর্ষপূর্তি উৎসব, শুভেচ্ছাজ্ঞাপন, সম্মাননা প্রদান, প্রকাশনা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান চাট্গাঁইয়া নওজোয়ান এর সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে পিতা কেটে অনষ্ঠান উদ্ভোধন করেন সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত এবং সংগঠনের সদস্যদের দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) চট্টগ্রামের সাবেক উপাচার্য্য ড. প্রভাত ছন্দ্র বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিলর ও চউক বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেসা বেবি দোভাষ, কাউন্সিলর আলহাজ্ব মো. সেলিম উল্লাহ (বাচ্চু) কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, দৈনিক আজাদী ফিচার সম্পাদক ও বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজী। চাট্গাঁইয়া নওজোয়ান এর সাধারণ সম্পাদক সামশুল হায়দার তুষার এবং বর্ষপূর্তি উৎযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী সদস্য সচিব আনোয়ার হায়দার রাজিন তত্বাবধানে। সংবর্ধিত হয়েছেন- প্রখ্যাত সংগীতযজ্ঞ মোহন লাল দাশ (মরণোত্তর), যন্ত্রশিল্পী কিরণময় চৌধুরী, সঙ্গীতশিল্পী নাজমুল আবেদীন চৌধুরী, লেখক ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, সঙ্গীতশিল্পী ইকবাল হায়দার, সাংষ্কৃতি ব্যক্তিত্য ও সংগঠক সিরাজুল মোস্তাফা, ব্যান্ডশিল্পী সুব্রত বড়ুয়া রনি, গীতিকার লেয়াকত হোসেন খোকন, কবি আখতারী ইসলাম, অভিনেতা সমীরণ চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ডার ফজল আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন- ইকবাল হায়দার, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, আলাউদ্দিন তাহের, গীতা আচার্য্য, রায়হান সোলতানা নিহা, সোনিয়া হায়দার, মুক্তা দাশ, দ্বৈত সঙ্গীত হিরু ভাই ও ববি, রাজিব মজুমদার ও ফাল্পুনী মজুমদার,

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply