৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৬/ রবিবার
মে ৫, ২০২৪ ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় ৫ শিক্ষক রিমান্ডে

     

 

নগরীর বায়েজিদ বোস্তামি থানার একটি মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ শিক্ষককে তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

তারা হলেন- ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা ও হেফজখানার অধ্যক্ষ মুফতি আবু দারদা, মো. তারেক, মো. জোবায়ের, মো. আনাস। বাকি একজনের নাম তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহান এই আদেশ দিয়েছেন বলে আদালতে বায়েজিদ বোস্তামী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রেজাউল করিম জানান। তিনি বলেন, ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত ৩ দিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে নগরীর ওয়াজেদিয়া এলাকার ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা ও হেফজখানা থেকে শিশু হাবিবের লাশ উদ্ধার করা হয়।

এরপর শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে অভিযোগ করে তার বাবা আনিসুর রহমান শুক্রবার দুপুরে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৫ জনকে আমরা গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই মাদ্রাসার শিক্ষক ও মামলার আসামি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply