৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩০/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশ্যেনৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় এর চট্টগ্রাম ত্যাগ

     

চট্টগ্রাম, ২১ মার্চ ২০১৯

আগামী ২৬ হতে ৩০ মার্চ ২০১৯ মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯  এ অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয়। আজ বৃহস্পতিবার (২১-০৩-২০১৯) জাহাজটি চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পাঁচদিন ব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বানৌজা সমুদ্র জয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার এর নেতৃত্বে ৩৪জন কর্মকর্তা ও ৪৩জন মিডশীপম্যানসহ সর্বমোট ২৬৩জন নৌ সদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবে।নৌবাহিনী জাহাজের এই আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণের ফলে বহিঃর্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশ ও অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌসদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে। উল্লেখ্য, নৌ মহড়া ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২০ এপ্রিল ২০১৯ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply