৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৫/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৬:০৫ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ

     

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঘাতক ট্র্যাক কেড়ে নিল এক স্কুল ছাত্রীর প্রাণ। গুরুতর আহত অপর স্কুল ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছাইতানতোলা গ্রামের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমি আক্তার ও কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শাহানাজ আক্তার বাইসাইকেল যোগে ছাইতানতোলা বাজারে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। এরই এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্র্যাক তাদের দুইজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সুমি আক্তার নিহত হয় এবং শাহানাজ গুরুত্বর আহত হয়। শাহানাজ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুমি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (যানপাড়) গ্রামের আব্দুল গণি মিয়ার কন্যা এবং শাহানাজ একই গ্রামের শাহ্ আলমের কন্যা। থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, ঘাতক ট্র্যাকটি শনাক্ত এবং চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply