৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২৬/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ

গাজীপুরে নকলে দায়ে ২ শিক্ষককে দন্ড, ছাত্রী বহিষ্কার

     

 গাজীপুর জেলা প্রতিনিধি 
গাজীপুরের শ্রীপুরে জেএসসির গণিত পরীক্ষায় পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করার দায়ে এক সহকারী শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা, অপর এক শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি ও ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুই বছরের দন্ডপ্রাপ্ত শিক্ষকের নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি উপজেলা গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। দায়িত্ব থেকে অব্যহতিপ্রাপ্ত একই বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০)। বহিষ্কৃত শিক্ষার্থী রুনা স্থানীয় খোঁজেখানি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আকতার জানান, জেএসসি গণিত পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতা করার দায়ে শিক্ষক হেলাল উদ্দিনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা, শিক্ষিকা ফেরদৌসী বেগমকে চলতি জেএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি এবং শিক্ষার্থী রুনাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply