২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৭/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে শোহাদায়ে কারবালার মাহফিল

     

আল্লাহ্ তা’লা যাকে যত বড় করেন,তাকে তত বড় পরীক্ষর সম্মুখীন করেন। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ্ তা’আলা ইরশাদ করেন ” আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় ও ক্ষুধা দ্বারা, ধন- সম্পদ, প্রাণহানি ও ফসলাদির ক্ষতি দ্বারা”। হাদিস শরীফে আছে আল্লাহ্ তা’লা ইমাম হাসান (র.) ও ইমাম হোসাইন (র.) কে জান্নাতের যুবকদের সর্দার করেছেন; এটা যত বড় সম্মানের, তাদের পরীক্ষা ও ছিল তত বড়। তারা সেই পরীক্ষা দিয়েছেন ইসলামের জন্য সেই ইসলামে আজও এজিদের দোসররা রয়েগেছে তাদের থেকে বাচতে হলে ইমাম হোসাইনের শিক্ষায় জরুরী। জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দাওয়াতে সুফির ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালার মাহফিলে ৬ষ্ঠ দিনে ১৬ সেপ্টেম্বর রবিবার অধিবেশনে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহছুফি ছৈয়্যদ মোহাম্মদ আলী (ম:জি:আ:)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতী মওলানা আলী আহমদ মমতাজী, মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান রনি মমতাজী, শাহজাদা মোহাম্মদ নুরুল ইসলাম, শাহজাদা মোহাম্মদ মনজুর আলী, শাহজাদা মোহাম্মদ মতিমিয়া মনছুর, শাহ্জাদা মোহাম্মদ আহছান আলী, শাহজাদা মোহাম্মদ হাসান আলী, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, মাওলানা রেজাউল করিম প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply