৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৪/ রবিবার
মে ৫, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ণ

গাজীপুরে ২শ’ বোতল ফেনসিডিলসহ আটক ১

     

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুরে সবজির বস্তা থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এসময় মোঃ আক্তারুল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

২৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) উপ পরিদর্শক আশরাফুজ্জামান লস্কর জানান, সকালে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে এসে থামে। পরে যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করা হচ্ছিল। এ সময় আটক আক্তারুলের কাছে টিকিট চাওয়া হলে তিনি টিকিট দেখাতে পারেনি। পরে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি বস্তা দেখতে চাইতে তিনি আপত্তি জানায়।

এতে সন্দেহ হলে বস্তাটি খুলে দেখা হয়। এ সময় ঢেড়শ ভর্তি ওই বস্তা থেকে ২শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক মোঃ আক্তারুল চাপাইনবাবগঞ্জের শীবগঞ্জ থানার ছোটচর জোয়ানাবাড়ি এলাকার মোজ্জাফর আলীর ছেলে।

About The Author

শেয়ার করুনঃ