১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৪৯/ বুধবার
মে ১, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ

লামায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

     

মোঃ ফরিদ উদ্দিন,লামা 

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের করুণ মৃত্যু ঘটেছে। নিহত কৃষক তোতামিয়া (৬০) উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।
গত বুধবার রাতের বেলা চট্টগামের আমিরাবাদ উপজেলার চুনতি এলাকার দুর্গম হিমছরিতে বোরোক্ষেত পাহারা দিচ্ছিলেন। গভীররাতে বন্যহাতির পাল তার ধানক্ষেতে নেমে আসে। তিনি ঢাকঢোল বাজিয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমনের শিকার হন। এসময় আশপাশের অন্যরা যৌথভাবে হাতি তাড়িয়ে বেছে গেলেও হতভাগ্য তোতামিয়া বাচতে পারেনি।
ঘটনাটি আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি লিয়াকত আলী ও ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসিমউদ্দিন নিশ্চিত করেছেন। লামা থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, কৃষকের নিহত হওয়ার স্থানটি চট্টগ্রামের আমিরাবাদ থানায় হওয়ায় সেথানায় সাধারণ ডাইরি হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply