২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে দরিদ্র বেকার যুবদের বিনা খরচে চালক প্রশিক্ষণ শুরু

     

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামেহত-দরিদ্র বেকারযুবদেরকারিগরি দক্ষতাবৃদ্ধি, অটোমোবাইল ও ড্রাইভারিংপ্রশিক্ষণশুরুহয়েছে। সোমবার দুপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হলরুমেপ্রশিক্ষণেরউদ্বোধনকরাহয়। কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, উলিপুর এবং চিলমারী উপজেলার ২৯জন যুব এবং একজন নারীকে বিনা খরচে দু’মাসব্যাপি দৈনিক চার ঘন্টা করে এই প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় টিটিসি’র অধ্যক্ষ আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ’র ভোকেশনাল এডুকেশন ট্রেনিং স্পেশালিষ্ট রফিকুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ প্রোগ্রাম সমন্বকারি শরিফুল ইসলাম খান, রংপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট রাকিবুল বাহার প্রমুখ।
ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে কুড়িগ্রামের চার জেলার হতদরিদ্র যুবদের প্রশিক্ষণ বাস্তবায়ন করছে যৌথভাবে আরডিআরএস ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply