৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৪৩/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

আনন্দ মাল্টিমিডিয়ায় জাতীয় শিশু দিবস পালিত

     

 

১৭ মার্চ সকাল ১১টায় নগরীর চান্দগাঁওস্থ সানোয়ারা আবাসিক এলাকায় আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে শিক্ষক রহিম উদ্দিনের সঞ্চালনায় স্কুলের সিনিয়র শিক্ষক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবী। প্রধান অতিথি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হত না। তিনি ছিলেন বাঙ্গালিদের হৃদয়ে স্পন্দন সৃষ্টি কারী। তার প্রতিটি আদর্শ ছিল সারা বিশ্বের জন্য অনুকরণীয়। এ দেশের প্রতিটি শিশুকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলা প্রত্যেক শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক রাজীব দত্ত, তাজমিন জাহান মেরিন, পারুল আক্তার, মৌ দত্ত, রোজিনা আক্তার, মিনু আক্তার, পলি দেবী, কানিজ ফাতেমা, পিংকি বড়–যা, মোস্তফা খাতুন পাল্লা প্রমূখ। অনুষ্ঠানে শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা নিজাম উদ্দীন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply