৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১২/ রবিবার
মে ৫, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

     

স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইন, ২০১৭-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী মানদণ্ডহীন বাটখারার জন্য আগে ৬ মাস জেল বা অনূর্ধ্ব ৩ হাজার টাকা জরিমানার বিধান ছিল। এখন সাজার মেয়াদ ঠিক রাখা হলেও জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা করা হয়েছে। এভাবে আরো কয়েকটি ধারায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।
এ ছাড়া এ আইনে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও)সহ অন্যান্য সংস্থাগুলোর নিয়মকানুন এ আইনের অন্তভুক্ত করা হয়েছে।
আজকের সভায় বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৭-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
শফিউল আলম বলেন, ১৯৭২ সালের শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, বিভিন্ন সামরিক সরকারের সময় আন্তর্ভুক্ত করা বিভিন্ন আদেশ আইনে পরিণত করা হয়েছে। আগের আইনে বাংলাদেশে ২৫০ কলকারখানা জাতীয়করণ করা হলেও বর্তমানে এ সংখ্যা ১০৯টি। জাতীয়কারণের তালিকা থেকে পেট্রোবাংলাকে বাদ দেয়া হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply