৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৯/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ

গাজীপুরে বাসের ধাক্কায় ড্রেনে পড়ে কিশোরীর মৃত্যু

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বৃষ্টির মধ্যে বাসের ধাক্কায় রাস্তার পাশের ড্রেনে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৬ বছর।

১১ মার্চ শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলমগীর হোসেন জানান, সোয়া ৯টার দিকে বৃষ্টির মধ্যে ওই কিশোরী বাইপাস মোড়ে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনের ওপর থাকা স্লাবের ওপর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস ওই স্লাবটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রেনের ঢাকনা সরে যাওয়ায় কিশোরীটি ড্রেনের ভেতর পড়ে যায়।

মুহূর্তের মধ্যে ড্রেনের গভীরে পানির স্রোতে ভেসে প্রায় ১০০ ফুট দূরে চলে যায়। এসময় আধা ঘন্টা চেষ্টার পর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।

পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরনে কালো রংয়ের বোরকা রয়েছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মৃত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আনা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply