১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৬/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

ইসহাক মিয়া বাঙালীর হৃদয়ে বেঁচে থাকবে মহতি কর্মের জন্য

     

ভারতের পশ্চিমবঙ্গের দর্শক সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা, গণ পরিষদ ও সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতি জননেতা ইসহাক মিয়ার এক নাগরিক স্মরণসভা ১৪ জানুয়ারি সন্ধা ৬টায় সংগঠনের সভাপতি দি পেন পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি রঞ্জন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শক সংগঠনের সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক অধীর ঘটক, কবি কমল মুখোপাধ্যায়, কবি বিউটি পাল, কবি ও স্প্যানিশ অনুবাদক পুরুষোত্তম তালুকদার, দি পেন পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শ্যামল মুখোপাধ্যায়। সভায় বক্তারা জননেতা ইসহাক মিয়ার রাজনৈতিক জীবন থেকে আমরা অনেক মহতি কর্ম ও ত্যাগের কথা জেনেছি। যিনি বাংলাদেশের জাতির পিতার একজন ঘনিষ্টজন হিসেবে আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন প্রকৃত দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ইসহাক মিয়া বাঙালীর হৃদয়ে অনেকদিন বেঁচে থাকবে। বক্তারা আরো বলেন ত্যাগী ও মহতি কর্মের জন্য ইসহাক মিয়া আমাদের বাঙালী হৃদয়কে সব সময় অনুপ্রেরণা যোগাবে। আগামী প্রজন্ম তথা বিশ্ববাঙালীর এগিয়ে যাওয়াতে ইসহাক মিয়াদের অবদান চিরস্মরণযোগ্য। সভার শুরতে প্রয়াত জননেতা ইসহাক মিয়ার প্রতি দোয়া কামনা করে নিরবতা পালন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply