গাজীপুর  প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর জেলা কমিটি মোঃ আমির আলীকে সভাপতি ও মোঃ আব্দুর রহমান আরমানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি (২০১৮-২০১৯) গঠন করা হয়।

২৩ ডিসেম্বর শনিবার টঙ্গীর কলেজ গেইট ধীরেন্দ্র প্লাজায় মোঃ আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সচিব নাসির উদ্দীন বুলবুল।

উক্ত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সভাপতি- মোঃ আমির আলী (দৈনিক ভোরের ডাক) টঙ্গী, সিনিয়র সহ-সভাপতি- আশরাফুল আলম আইয়ূব (দৈনিক সংবাদ) কালীগঞ্জ, সহ-সভাপতি- মাহবুব চৌধুরী (মেঘনা টুয়েন্টিফোর ডট কম) টঙ্গী, সাধারণ সম্পাদক- মোঃ আব্দুর রহমান আরমান (দৈনিক ইত্তেফাক/ জাগো নিউজ) কালীগঞ্জ, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ মনসুর আহম্মেদ (দৈনিক আলোকিত সময়), সাংগঠনিক সম্পাদক- মোঃ বায়েজীদ হোসেন (দৈনিক নওরোজ) গাজীপুর, আইন সম্পাদক- মোঃ রাকিব হাসান (দি নিউ নেশন) টঙ্গী, অর্থ সম্পাদক- মোঃ হাসান মামুন (দৈনিক আজকের জনতা) টঙ্গী, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ কাজী মকবুল (সাপ্তাহিক সচিত্র ঘটনা) গাজীপুর, দপ্তর সম্পাদক- সুজন সারোয়ার (দৈনিক বর্তমান) টঙ্গী, প্রশিক্ষণ সম্পাদক- মোঃ এমারত হোসেন (যায়যায়দিন ) কালিয়াকৈর, মানবাধিকার সম্পাদক- মোঃ নূরুল ইসলাম ফরিদ উদ্দিন (দৈনিক ভোরের ডাক) কাপাসিয়া, সমাজকল্যাণ সম্পাদক- মোঃ জহিরুল ইসলাম বাদল (দৈনিক মুক্তবলাকা) গাজীপুর, তথ্য ও গবেষণা সম্পাদক- মোঃ ওয়াজ উদ্দিন (দৈনিক সংবাদ) টঙ্গী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক- মোঃ রফিক সরকার (দৈনিক ভোরের পাতা) কালীগঞ্জ, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ সেলিম হোসেন (দৈনিক নওরোজ) কালিয়াকৈর, গণশিক্ষা ও পাঠাগার সম্পাদক- মোঃ তানজেরুল ইসলাম (দৈনিক খোলা কাগজ) গাজীপুর, নির্বাহী সদস্য- আলহাজ্ব মোঃ মহিউদ্দীন সরকার (দৈনিক ডাকার ডাক) টঙ্গী, আসাদুল্লাহ মাসুম (ভোরের পাতা/ ভোরের বাণী) কাপাসিয়া, মোঃ শহিদুল ইসলাম (দৈনিক জনতা) কালিয়াকৈর, মোঃ আবু সালেহ মুসা (বাবু) (দৈনিক প্রতিদিনের সংবাদ) টঙ্গী, মোঃ ইকবাল হোসেন (ভোরের বাণী) গাজীপুর, আলহাজ্ব মোঃ তাইজ উদ্দিন আহম্মেদ (ভোরের বাণী) শ্রীপুর।

শেয়ার করুনঃ