৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫০/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

ওডেব’র উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা

     

ওডেব এর ১৪ সেপ্টেম্বর ধ্র“পদী একাডেমী হল রুমে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কমিশনার মোঃ সাইফুদ্দীন খালেদ সাইফু। বিশেষ অতিথি ছিলেন হাজারা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক জনাব আবু বক্কর।
অনুষ্ঠানের শুরুতে ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের ধন্যবাদ প্রস্তাব পাঠ করার মাধ্যমে ওডেব কর্মকর্তা রতন দাশ শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন। ওডেবের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত কার্যক্রমের ভিডিও ডকুমেন্টেশন প্রদর্শিত হয়। এরপর ওডেবের জেন্ডার জাস্টিস্ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাবন্য মুৎসুদ্দী, নারী যোগাযোগ কেন্দ্র ও ওডেব এ নিয়ে আলোচনা করেন।
এর পর ডব্লিউ ডব্লিউ আর এসসি আই প্রকল্প কর্মকর্তা শৈবাল সেন তার প্রকল্প পরিচিতি তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ওডেবের কার্যক্রমের সাফল্য নিয়ে লিগ্যাল এইড কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম বিষয়ে আলেচনা করেন যথাক্রমে মোঃ আলাউদ্দিন, হোসেন মোহাম্মদ নওশাদ, আকতার বেগম প্রমুখ।
কিডনি সুরক্ষা ও করণীয় বিষয়ে আবু বক্কর ছিদ্দিকী বক্তব্য রাখেন। এর পর হাজারা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আবু বক্কর ওডেবের প্রাপ্তি বিষয়ে তথ্য পেয়ে ধন্যবাদ জানান। প্রধান অতিথি মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ ওডেবের কার্যক্রমের প্রশংসা করে উনার বক্তব্য শেষ করেন। এর পরে সাংস্কৃতিক ওডেব সাংস্কৃতিক দল গণসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply