২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

ভোলায় লঞ্চের ধাক্কায় বালুবাহী কার্গো ডুবি: ১ জন নিখোঁজ ৩ জন উদ্ধার

     

 

মেহেদী হাসান তানজীল

ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী কার্গো ডুবে কার্গোতে থাকা ১ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জনকে। শুক্রবার ভোর ৬ টায় গজারিয়া খালগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাশনের এমভি রাসেল-৪ লঞ্চ লালমোহন গজারিয়া খালগোড়া এলাকায় পৌছে বালুবাহী কার্গো মারিয়া এন্ড আরাফাতকে ধাক্কা দেয়। এসময় কার্গোতে থাকা স্টাফসহ কার্গোটি ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ৩জনকে জীবিত উদ্ধার করতে পারলেও কার্গোর কেবিনে থাকা আব্দুল মালেক ডুবে যায়। তাকে উদ্ধার করতে পারেনি। মালেকের বাড়ি বরিশালের সাহেবের হাটে।
উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুল আরিফ জানান, এখনো নিখোঁজ মালেকের লাশ পাওয়া যায়নি। বরিশালে ডুবুরি দলকে সংবাদ পাঠানো হয়েছে। ডুবুরি দল এসে কার্গোটি উদ্ধার করবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply