২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:২৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:২৮ পূর্বাহ্ণ

আহছানিয়া মিশনের সেমিনার শনিবার জি.ই.সি কনভেনশন সেন্টারে

     

অবিভক্ত বাংলা ও আসামের প্রথম ও একমাত্র বাঙ্গালী মুসলিম সহকারী শিক্ষা পরিচালক এবং ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’র মহান ব্রতে প্রতিষ্ঠিত আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক সাধক ও সমাজসেবক হজরত খান বাহাদুর আহছান উল্লাহ (রহ.) এর জীবন ও কর্ম এবং তাঁর চট্টগ্রামে ১৭ বছর কর্ম জীবনের উপর আগামী ২০ মে, ২০১৭ ইংরেজী শনিবার সকাল ৯ টায় চট্টগ্রামস্থ জি.ই.সি কনভেনশন সেন্টার মিলনায়তনে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলহাজ্ব অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে প্রধান আলোচক থাকবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সমন্বয়ক আলহাজ্ব এ এফ এম এনামুল হক। স্বাগত বক্তব্য দিবেন চট্টগ্রাম আহছানিয়া মিশনের সেক্রেটারী কর্নেল (অব.) আলহাজ্ব এ.টি.এম সালাউদ্দিন বীরপ্রতীক। উল্লেখ্য সেমিনার সফল করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের সাংবাদিক ভাইদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম আহছানিয়া মিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply