২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

সতর্ক করলো বিটিসিএল, চট্টগ্রামে লটারির ফাঁদ

     

চট্টগ্রামসহ কয়েকটি টেলিফোনে কল করে লটারিতে গাড়ি-বাড়ি ও ফ্ল্যাটসহ মূল্যবান পুরস্কার জেতার খবর দিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।

এ চক্রের হাত থেকে সাবধান থাকতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।সংস্থাটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ সোমবার জানিয়েছেন, সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোনও মূল্যবান পুরস্কার জিতেছেন বলে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

এর মাধ্যমে এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিটিসিএলের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে আরও বলা হয়, গ্রাহকদের এ ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মীর মোহাম্মদ মোরশেদ বলেন, গ্রাহকদের এ ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply