২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

মসজিদ ও কবরস্থানের ভূমি অধিগ্রহণের আইনকে চ্যালেঞ্জ করে রিট দায়ের

     

 

ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধান রেখে পাশ করা “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে আজ (রবিবার) রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনটি করেছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান ও নারায়ণগঞ্জের হাজরাদী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের মুতাওয়াল্লী কাজী মহিবুর রব।

রিট আবেদনটি সোমবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। রিটকারীদের পক্ষে মামলাটি শুনানী করবেন এডভোকেট জুলহাস উদ্দিন আহমাদ।

রিট আবেদনে বলা হয়, “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর ৪ ধারায় মসজিদ বা কবরস্থানের ওয়াকফকৃত জমি উন্নয়নমূলক কাজের জন্য সরকার কর্তৃক অধিগ্রহণের বিধান রাখা হয়েছে। কিন্তু মসজিদ বা কবরস্থানের ওয়াকফকৃত জমি উন্নয়নমূলক কাজের নামে অধিগ্রহণ করে নেয়াটা সংবিধানে প্রদত্ত ধর্মীয় অধিকারের লঙ্ঘন।

রিট আবেদনে আরও বলা হয়, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। পবিত্র দ্বীন ইসলামের সম্মানিত শরীয়তের বিধান অনুযায়ী, তথাকথিত উন্নয়নের নামে ওয়াকফকৃত জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা মোটেও বৈধ নয়। বাংলাদেশে প্রচলিত ওয়াকফ অর্ডিন্যান্স, ১৯৬২ এবং ওয়াক্‌ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩-এর বিধানাবলির সাথেও “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধানটি সাংঘর্ষিক। এমতাবস্থায় “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর সংশ্লিষ্ট ধারার বিধানটিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করার জন্য রিট পিটিশনে আবেদন জানানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply