২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১০/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের কালীগঞ্জে প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

৩ এপ্রিল সোমবার দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব।

কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, পঞ্চমধাপে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার পাঁচটি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে সাড়ে তিন কিলোমিটার এলাকার প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬০টি রাইজারসহ দেড়শত ফুট পাইপ জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোঃ নুজরুল ইসলাম, শাহ মোঃ এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল প্রমুখ।

ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এর পরে যারা বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply