২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের রাজারহাটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

     

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারেভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা প্রদান করে।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান,উপজেলার নাজিমখান বাজারে অবস্থিত নাঈম আইসক্রিমকে কৃত্রিম রং, ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করার অপরাধে ৪ হাজার টাকা, আতা ষ্টোরকে মেয়াদোতীর্ন পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা, আব্দুস সবুর ষ্টোরকে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকাওবিসমিল্লাহ হোটেলকে নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ১ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংকালে রাজারহাট উপজেলা স্যানিটারী অফিসার আব্দুল লতিফ ও রাজারহাট থানা পুলিশের একটি দল অংশ্রহণ করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply