২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১৪/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:১৪ পূর্বাহ্ণ

উলিপুরে অটোরিক্সা উল্টে খাদে পড়ে ৮ মুক্তিযোদ্ধাসহ ৯ জন আহত

     

কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুরের বেইলিব্রীজ এলাকায় ব্রীজের পাশে অটোরিকসা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৮ মুক্তিযোদ্ধা ও চালকসহ ৯ জন আহত হয়। আহত মুক্তিযোদ্ধারা হলেন, দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আব্দুল জব্বার (৬৮), আলহাজ¦ রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার(৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোচালক আব্দুর রশীদ (২৭)। এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে উলিপুরের পাচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটো রিকসাযোগে উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহিনুর রহমান জানান, গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং ৫জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু আল সাইদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply