২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

     

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশুধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।
র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয় বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় ৩ বছরের এক শিশু ধর্ষিত হয়। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুর বাবা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply