২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

সিয়েরা লিওনে পাহাড় ধসে নিহত শতাধিক

     

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে পাহাড় ধসে অন্তত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। রেড ক্রসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

ভারি বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় সোমবার ভোররাতের দিকে রাজধানীর রিজেন্ট এলাকায় পাহাড় ধসে বহু ঘরবাড়ি সম্পূর্ণ চাপা পড়ে। মাটির নিচে চাপা পড়া ঘরগুলোতে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রেড ক্রসের মুখপাত্র আবু বকর তারাওয়ালি রয়টার্সকে বলেন, ফ্রিটাউনের সেন্ট্রাল মর্গে ১৭৯টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। তবে কয়েকটি সংবাদ মাধ্যম রেড ক্রসের বরাত দিয়ে মৃতের সংখ্যা তিন শতাধিক বলছে। ঘটনাস্থলে উপস্থিত বিবিসি’র একজন প্রতিনিধি জানান, পাহাড় ধসের সময় চাপা পড়া বাড়ি ঘরের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

দেশটির ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ এ ঘটনাকে মারাত্মক দুর্যোগ বর্ণনা করে বলেন, এখনও অনেকে মাটির নিচে চাপা পড়ে আছেন।  এ ঘটনায় আমি খুবই বেদনাহত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply