২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৭/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৪:১৭ পূর্বাহ্ণ

নবাবগঞ্জের রাস্তায় প্রকাশ্যে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি, ১০ টাকার কম দিলে সরেনা হাতি

     

 দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে চলে যায় না। আবার দশ টাকার কম দিলে ওই হাতি টাকা নেয় না। বলেও জানান স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ টু গাজিপুর রোডে রাস্তায় একটি হাতি দিয়ে চাঁদা তোলা হয়েছে। ওই সময় যানবাহন ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, দুপুরের দিকে দোকানের সামনে হাতি এসে হাজির। টাকা নেই বলার পরও হাতি যাচ্ছে না। শুর দিয়ে আমার গায়ে পানি দিচ্ছে। দোকানের সামনে থেকে হাতি কিছু তেই সরছে না। তাই বাধ্য হয়ে প্রথমে ৫ টাকা চাঁদা দিয়েছি, না মানায় পরে ১০ টাকা দিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানাননি।খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply