২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩২/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

এএসপি মিজানের দুই সন্দেহভাজন হত্যাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

     

রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির ও ফারুক নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতরা ২১ জুন বেড়িবাঁধ এলাকায় হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডের আসামি বলে জানিয়েছেন রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম।

আজ বুধবার সকালে ওসি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বেড়িবাঁধ এলাকায় বিরুলিয়া ব্রিজের কাছে টহল পুলিশের একটি টিমের ওপর ছিনতাইকারীরা হামলা চালালে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, নিহতের নাম জাকির ও ফারুক। এদের বিরুদ্ধে এএসপি মিজান হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে ২১ জুলাই টঙ্গী থেকে শাহ আলম ওরফে বুড্ডা (৬২) নামে ছিনতাইকারী দলের এক সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করে। বুড্ডা ২১ জুন রাজধানীর উত্তরা থেকে আশুলিয়া যাওয়ার পথে এএসপি মিজানকে ভাড়া করা মাইক্রোবাসে ছদ্ম বেশে উঠিয়ে নেয়। পরে রূপনগর বেড়িবাঁধের পাশ থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply