ভরপেট খাওয়ার পর মিষ্টিমুখ করতে সবাই ভালোবাসে। ঘরোয়া বিভিন্ন আয়োজন থেকে শুরু করে বুফে কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠান, সবখানেই থাকে তুলতুলে শাহী টুকরা।

এর স্বাদ অতুলনীয়। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জানেন কি, মজাদার এই শাহী টুকরা তৈরি করা খুবই সহজ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ‏পাউরুটি ৬ পিস
২. ‏তরল দুধ ২ কাপ

৩. ‏গুড়া দুধ ২ টেবিল চামচ
৪. ‏কাস্টার্ড পাউডার ১ চা চামচ
৫. ‏চিনি ১/৪ কাপ

শেয়ার করুনঃ