২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৭/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ

রামেক হাসপাতালে পাখি হত্যা ও গাছ কাটার বিরুদ্ধে মানববন্ধন

     

 রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শতাধিক পাখি হত্যা ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন সহ কয়েকটি সংগঠন।

আজ সোমবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রামেক হাসপাতালের ভিতরে ও সামনের গাছগুলোতে কয়েক যুগ ধরেই আবাস গড়ে তুলেছে হাজারো শামুকখোল, বক,বাদুড়, সাড়স সহ ভিন্ন প্রজাতির পাখি। অথচ পাখি গুলোর আবাসস্থলকে ধংস করতে উন্নয়নের নামে গত শনিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের সামনের দুটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোলসহ কয়েক প্রজাতির পাখির বাচ্চা মারা যায়। এরই ধারাবাহিকতায় মানববন্ধনের ডাক দেয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন সহ কয়েকটি সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, রামেক হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না। এঘটনার দায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা কখনো দায় এড়াতে পারে না। পাখি ও গাছ নিধন জীব-বৈচিত্র্যের ওপর একটি বড় ধরনের অপরাধ। এই ধরনের নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা’র রাজশাহীর সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযুদ্ধো শাহাজাহান আলী বরজাহান, জীব বৈচিত্র্য সংরক্ষণের রাজশাহীর আহ্বায়ক মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply