৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪০/ শনিবার
মে ৪, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

শার্শায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা 

     

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি 
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ৫টি প্রতিষ্ঠানের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) দুপুরে  এ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযান কালে দেখা যায় মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ১২০গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে, বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুমদ করছে। খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন  করে নাই। সর্বশেষ  ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ অনেক ঔষধ পাওয়া যায়। উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সৈয়দ হোটেলকে ১০ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০ হাজার, একতা বেকারীকে ৪০ হাজার, আশিকুর বেকারীকে ৩৫ হাজার, এবং মুকুল ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
একই সাথে উক্ত ৫ টি প্রতিষ্ঠানকে আগামী ১মাসের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার  নির্দেশনা প্রদান করা হয়। সকল প্রকার ভেজাল ও অনিয়মের উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply