ফটিকছড়ির ১৭ নং জাফতনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় জাফতনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে চেয়ারম্যান এম.এ.হালিম এসব শীতার্ত হত-দরিদ্র ৪৩৭ জন দুস্থ, অসহায়, বিবধা নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন তালুকদার, মো.হারুন, মো.নাসিম, মো.ফরিদ, মো. লোকমান,দফাদার মৃদুল কান্তি বড়–ুয়া প্রমূখ। এ সময় চেয়ারম্যান এম.এ.হালিম বলেন, দেশ জুড়ে শীতের প্রকোপে গরীব দুঃখী মানুষ সীমাহীন কষ্ট করছে। এমতাবস্থায় দুঃস্থ অসহায় বিপন্ন ছিন্নমূল শীতার্ত মানুষকে সাহায্য করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, আপনাদেরকে আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি। সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই তীব্র শীতে আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। তিনি বিত্তবানদেরকে শীতার্ত অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।