৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৮/ শুক্রবার
মে ৩, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ বলতে হবে: হাইকোর্ট

     

আগামী ১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানের শুরুতে ও শেষে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করতে হবে বলে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

আদালত বলেছে, ১৪ জানুয়ারি শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়া হবে। তবে আগামী ১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। এ দিন শুনানিতে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীরা জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে সংবিধানের অন্তভুক্ত করার পক্ষে মত দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply