৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৭/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা-সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

     

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে ২৬ অক্টোবর বিকাল ৪টায় পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স), ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, চট্টগ্রাম রেঞ্জ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমি্উনি্টি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্য।
সভার শুরুতে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, আবুল কাশেম মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সাহাবউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্য, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম এবং প্রধান অতিথি মোহাম্মদ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স), ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, চট্টগ্রাম রেঞ্জ ।আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সুরের ঝর্ণাধারা বইয়ে দেন বরেণ্য শিল্পীবৃন্দ।

এর আগে বিকাল ৪টায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ বনাম চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশ একাদশ। তীব্র প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশ একাদশ ৪-৩ গোলে চট্টগ্রাম জেলা পুলিশ একাদশকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কমিউনিটি পুলিশ দলের খেলোয়াড় কনস্টেবল সুজন সরকার। সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন কমিউনিটি পুলিশ একাদশের ক্যাপ্টেন এএসআই মো: শরীফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ, জেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply