২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৪/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ

এখন লাইফ সাপোর্টে এরশাদ

     

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুর ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে ব্রিফিং করেন গোলাম মোহাম্মদ কাদের।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক উন্নতি হচ্ছে না। তবে, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই এরশাদের চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই এরশাদকে বিদেশ নেওয়া হবে; অথবা, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না। এ কারণে, তার শরীরে কিছুটা পানি জমেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply