৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৬/ শুক্রবার
মে ৩, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শিক্ষকের গায়ে কেরোসিন, আটক ছাত্র রিমান্ডে

     

চট্টগ্রামের  শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় গ্রেপ্তার ছাত্রকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে শুনানি শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির এক শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় আটক শিক্ষার্থী মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটিসি) একদল শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন শিক্ষক মাসুদ মাহমুদ।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ইউএসটিতে ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দেন বছর খানেক আগে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply